না ফেরার দেশে টম উইকিনসন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০১:৪৫ পিএম

না ফেরার দেশে চলে গেলেন বৃটিশ অভিনেতা টম উইকিনসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। শনিবার (৩০ ডিসেম্বর) টম উইলকিনসনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয় অভিনেতার এজেন্ট।
উইলকিনসন নিজ বাড়িতেই হঠাৎ মারা যান বলে জানানো হয়েছে। খবর গার্ডিয়ানের।
৬টি বাফটা মনোনয়ন এবং ২টি অস্কার মনোনয়নও পেয়েছেন টম। দ্য ফুল মন্টি, শেক্সপিয়ার ইন লাভ এবং দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেলের মতো চলচ্চিত্রের জন্য ব্যাপক পরিচিত ছিলেন তিনি।
২০০৮ সালে মিনি-সিরিজ জন অ্যাডামস-এ মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয়ের পরে এমি এবং দ্য কেনেডিতে জন এফ. কেনেডির বাবা জো কেনেডির চরিত্রটির জন্য একটি এমি মনোনয়ন পান উইলকিনসন। এছাড়া অভিনয় করেছেন ব্যাটম্যান বিগিনিং সিনেমায়।
প্রসঙ্গত, ২০১৪ সালের সেলমাতে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসনের ভূমিকায় অভিনয় করেন এবং দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল এবং গার্ল উইথ অ্যা পার্ল ইয়ারিংয়ের মতো ক্লাসিক কাল্ট চলচিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।