সালমার গোপন অনুভূতি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০৩:৩৯ পিএম

স্বামীর সঙ্গে মৌসুমী আক্তার সালমা/ফাইল ছবি।
জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ওরফে সালমার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত বছরের শুরুতে তিনি দ্বিতীয় বিয়ের খবর জানান। বর্তমানে স্বামী সানাউল্লাহ নূরে সাগরকে নিয়ে যে- ভালোই আছেন তারই জানান দিলেন সোশ্যাল মিডিয়ায়।
সাগরের বেশকিছু ছবি ফেসবুকে শেয়ার করে সালমা লিখেছেন, 'ইশক, মোহাব্বত ওর পেয়ার, এ এক গোপন অনুভূতি, একটু করলাম শেয়ার।' সেই পোস্টে অনেকগুলো ছবিই শেয়ার করেছেন সালমা, যার প্রতিটি ছবি অবশ্য আলাদাভাবে কথা বলছে। উল্লেখ্য, 'ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ'-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী সালমা। তিনি ২০১১ সালে বিয়ে করেন শিবলী সাদিককে, সে সম্পর্ক চুকে যায় ২০১৭ সালে। পরে গত বছরের শুরুতে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান। সালমা ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে পারিবারিকভাবে বিয়ে করেন।