গার্লফ্রেন্ডকে নিয়ে মিলিন্দর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৮, ০৪:৫০ পিএম

নব্বইয়ে বেড়ে ওঠা বেশিরভাগ কিশোরীর স্বপ্নের পুরুষ বলিউড সুপারমডেল মিলিন্দ সোমন। সেই যে আলিশা চিনোয়ের গানের ভিডিওতে 'মাচো ম্যান' হয়ে ওঠা, সেই মিলিন্দ আজও ভক্ত-দর্শকদের মন থেকে মুছে যাননি। সিক্স প্যাক যুগ শুরুর অনেক আগেই, ভারতীয় যুবকদের আইডল হয়ে উঠেছিলেন তিনি। এখনও তার কাছে বয়স কেবল একটা সংখ্যা মাত্র। ৫২-তেও সুপারফিট। ম্যারাথন দৌড়েও তার প্রমাণ দিয়েছেন।
সেই মিলিন্দ সোমন এবং ২৩ বছরের অঙ্কিতা কুনওয়ারের প্রেমকাহিনি এখন সবার জানা। বলিউড আয়রন ম্যানের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট জুড়ে এখন কেবল নতুন বান্ধবীর ছবি।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার একটি ভিডিও চমকে দিয়েছে ভক্ত-দর্শকদের। ভিডিওতে তাকে যা করতে দেখা গেছে, সেটা তার বয়স তো দূরের কথা, যৌবনেও অনেকে পারে কিনা সন্দেহ।
ভিডিওতে দেখা যাচ্ছে, বান্ধবী অঙ্কিতাকে পিঠে বসিয়ে হাসি মুখে পুশ-আপ করছেন মিলিন্দ। এর মাধ্যমে জানান দিলেন, বর্তমান প্রজন্মের অনেক হিরোর চেয়েও ফিটনেসে এগিয়ে তিনি। ভিডিওটি পোস্ট করে মিলিন্দ লিখেছেন, অঙ্কিতাকে সঙ্গে নিয়ে মাত্র চারবার পুশ-আপ করতে পারলাম। তবে লক্ষ্য ২০ বার পুশ-আপ করা। এতেই স্পষ্ট, তার ফিট থাকার আকাঙ্ক্ষায় মোটেই ভাটা পড়েনি।