ঋষি কাপুরের সঙ্গেই কিং খানের প্রথম ছবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৬:২০ পিএম

ঋষি কাপুর ও দিব্যা ভারতী

শাহরুখ খানের প্রথম অভিনীত ছবি
আজ থেকে ২৮ বছর আগের কথা। বলিউডের সুপারস্টার শাহরুখ খান অভিনীত প্রথম ছবি দিওয়ানা মুক্তি পেয়েছিল। সেই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তখনকার হার্টথ্রব ‘কিশোরী’ নায়িকা দিব্যা ভারতী অভিনয় করেছিলেন। নায়ক ছিলেন বলিউডের প্রবাদপ্রতীম অভিনেতা ঋষি কাপুর।
শাহরুখ খানের প্রথম অভিনীত ছবিতেই তিনি পেয়েছিলেন ঋষি কাপুর আর হার্টথ্রব দিব্যা ভারতীকে। ছবিতে টগবগে এক কিশোর শাহরুখ খানকে দেখা যায়।
তবে বিস্ময়কর ঘটনা হচ্ছে, নিজের অভিনীত প্রথম ছবি দিওয়ানা আজও দেখেননি শাহরুখ। কয়েক বছর আগে এক টুইটবার্তায় এমনটাই জানিয়েছিলেন বলিউড কিং।
[caption id="attachment_218063" align="aligncenter" width="700"]
লিখেছিলেন, এখন পর্যন্ত দিওয়ানা দেখিনি। আমার একটা বদ্ধমূল ধারণা রয়েছে, আমি প্রথম এবং শেষ অভিনীত ছবি দেখতে চাই না। ওগুলো বইয়ের শেষ পাতার মতো। আসল গল্পটা তো থাকে মাঝে।