চলে গেলেন বলিউডের আরেক অভিনেতা ঋষি কাপুর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১০:৪১ এএম

ঋষি কাপুর আইসিইউতে
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা বলিউডের গুণী অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। তাকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিনেতার সঙ্গে হাসপাতালে রয়েছেন স্ত্রী নীতু কাপুর।
কয়েক বছর আগেই ক্যানসারে আক্রান্ত হন ঋষি কাপুর। আর তার পরে টানা এক বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন চিকিৎসার খাতিরে। ২০১৯ এর সেপ্টেম্বরে তিনি দেশে ফেরেন। ফেব্রুয়ারি মাসেও একটি ইনফেকশন হয়েছিল ঋষি কাপুরের। তখনও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে নিজের ভক্তদের শারীরিক স্থিতিশীলতার কথা নিজেই জানান তিনি। তিনি সেই সময়ে দিল্লিতে ছিলেন। আর দিল্লির দূষণের জন্যই ইনফেকশন হয়েছিল।প্রসঙ্গত, গত ফ্রেব্রুয়ারি মাসেও উনি দিল্লিতে বোনের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে ওঠেন।