এবার আজান দিলেন আদনান সামি (ভিডিও)

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:১৬ পিএম

আদনান সামি
ভারত থেকে বাংলাদেশ, আদনান সামির গান শোনেননি এমন গান পাগল নেই বললেই চলে। ভক্তদের মাঝে জায়গা করে নিয়েছে তার প্রতিটি গানের মাধ্যমেই। তার গানে মডেলিং করছেন জনপ্রিয় নায়ক নায়িকারা।
শুধু গান নয়, এবার আজান দিলেন জনপ্রিয় শিল্পী আদনান সামি। নতুন করে আলোচনায় আসলেন নিজের টুইটারে নিজের সুরে দেয়া আজান আপলোড করে। তার আজানের সুরে মেতেছে দর্শক-শ্রোতারা।
মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে একটি আজানের ভিডিও ক্লিপ টুইট করে ভক্তদের শুভেচ্ছা জানান আদনান সামি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার কণ্ঠে আজান। রামাদান করীম।’
আদনান সামির কণ্ঠে আজান বেশ পছন্দ করেছেন ভক্তরা। অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেন এই আজান। টুইটারে এই গায়কের পোস্টের নিচে একজন লিখেছেন, ‘আল্লাহর কসম চোখে পানি এসে গেল, সত্যি কথা শান্তি পেলাম।’ অপর একজন লিখেছেন, ‘অসাধারণ স্যার, অনেক অনেক ভালোবাসা।’
সম্প্রতি প্রকাশিত হয়েছে তার সর্বশেষ গান ‘তু ইয়াদ আয়া।’ চলতি বছর ভারতের অন্যতম সম্মানজনক বেসামরিক ‘পদ্মশ্রী’ পদক পেয়েছেন তিনি।
https://twitter.com/AdnanSamiLive/status/1253503177984360448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1253503177984360448&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fentertainment%2Fbollywood%2F576816