দ্রৌপদীর বস্ত্রহরণ দৃশ্যে ব্যবহৃত হয়েছে ২৫০টি শাড়ি!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১২:১৯ পিএম

দ্রৌপদীর বস্ত্রহরণ দৃশ্য।
সম্প্রতি দূরদর্শনের পর্দায় ফিরেছে বি আর চোপড়ার মহাভারত। আর এই মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ দৃশ্য হল দ্রৌপদীর বস্ত্রহরণ। আর এই বস্ত্রহরণ দৃশ্যের শুটিং এর শাড়ির সংখ্যা একবারে অবাক করে দেয়ার মতোই।
মহাকাব্য 'মহাভারত'-এ পাণ্ডব-কৌরবের পাশাখেলা এবং তাতে পাণ্ডবদের পরাজয় হয়। ফলস্বরূপ দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণ। এই বিশেষ ঘটনাই পাণ্ডবদের চরম প্রতিশোধ স্পৃহার দিকে নিয়ে যায় বলে মনে করেন 'মহাভারত'-বিশেষজ্ঞরা।
বি আর চোপড়ার মহাভারতের এই দৃশ্যে দ্রৌপদীর ভূমিকায় দেখা গিয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়কে। মহাভারতে কৃষ্ণ তাঁর প্রিয় সখী দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য এগিয়ে আসেন, তিনিই অনন্ত বস্ত্র প্রদান করে কৌরব সভায় দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেন, এমন কথাই 'মহাভারত'-এর মূল আখ্যানে বলা হয়েছে।
মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ দৃশ্যের জন্য, পরিচালকের নির্দেশে বিশেষভাবে ২৫০ মিটার কাপড় তৈরি করা হয়েছিল বলে সম্প্রতি একটি প্রতিবেদনে উঠে এসেছে।
জানা যায়, এই দৃশ্যের শ্যুটিংয়ে রূপা গঙ্গোপাধ্যায় এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, যে তিনি সত্যি সত্যিই কেঁদে ফেলেছিলেন।