বাচসাসের পরিবার দিবস উদযাপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৯ পিএম

বাচসাসের পরিবার দিবসের আয়োজন
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুরের হোতাপাড়ার খতিব খামার বাড়ি রিসোর্টে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পরিবার দিবস। শনিবার (১৬ ফেব্রুয়ারি) পরিবার নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে বাচসাসের সভাপতি ফালগুনী হামিদ বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর এটাই প্রথম পরিবার দিবস। চেষ্টা করেছি সবাইকে সুন্দর একটি দিন উপহার দিতে। সমিতির সদস্যরা সবাই আমরা এক পরিবার। চমৎকার সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।’ সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ‘ঐতিহ্যবাহী সংগঠন বাচসাস গৌরবের ৫২ বছরে পা দিয়েছে। সবাই একসঙ্গে আমাদের সংগঠনকে আরো এগিয়ে নিতে চাই। পরিবার দিবস আমাদের কাছে বড় একটি উৎসবের মতো। সারা বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি।’
বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়া সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র্যাফেল ড্র। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পরিবার দিবসের অন্যতম আকর্ষণ। এতে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নি, আসমা জাহানসহ অনেকে।