ঝেঁটিয়ে আবর্জনা বিদায় করছে ক্যাটরিনা! (ভিডিওসহ)

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬ পিএম

ঝাড়ু দিচ্ছেন ক্যাটরিনা কাইফ। ছবি: ইনস্টাগ্রাম।
অগণিত ভক্তদের ক্রাশ ক্যাটরিনা। হয়তো ঠোঁটের কারণেরই তিনি হৃদয় ছুয়েছেন ভক্তদের। আর তিনি দিবেন ঝাড়ু! ছবি দেখে এমনটাই মনে হবে সবার। এমনই একটি ভিডিও দেখা গেছে অক্ষয় কুমারের ইনস্ট্রাগ্রামে।
ভিডিওয় দেখা যাচ্ছে, সাদা কুর্তা-পাজামা পরে সেট পরিষ্কারে ব্যস্ত। সেই ভিডিওতে অক্ষয়ের মজার টিপ্পুনি, "কী করছেন ক্যাটরিনা! ঝাঁটা হাতে?" সঙ্গে সঙ্গে অভিনেত্রীর উত্তর, "সমস্ত আবর্জনা ঝেঁটিয়ে বিদায় করছি!"
গত মাসে সেটের ছবি শেয়ার করেছিলেন ক্যাটরিনা কাইফ। ছবিতে হাসিমুখে পোজ দিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টি, অক্ষয় কুমার। সঙ্গে আত্মবিশ্বাসে ভরপুর ক্যাপশন: "দুর্দান্ত শুরু বছরের। কাজের পাশাপাশি হাসি-ঠাট্টা। রোজই কিছু না কিছু মজার কাণ্ড ঘটছে।"
'সূর্যবংশী' রোহিতের কপ ইউনিভার্সের তৃতীয় ছবি। ২০১৮ সালে রোহিতের 'সিম্বা'য় ছবিতে জবরদস্ত পুলিশের ভূমিকায় দেখা গেছে রনভির সিং কে। কপ সিরিজের শুরু অজয় দেবগনকে দিয়ে, 'সিংহম' ছবির মাধ্যমে। ছবিতে মুখ্য চরিত্র 'বীর'-এর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। আর তাঁরই বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। এছাড়াও থাকছেন, গুলশন গ্রোভার, নিকতিন ধীর। এঁদের দেখা যাবে খলনায়ক চরিত্রে।