ঐশ্বরিয়াকে সতর্ক বার্তা অমিতাভের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৭, ১১:২৪ এএম
সব সময়ই আলোচনার শীর্ষে থাকে বচ্চন পরিবার। থাকবে নাই বা কেন।
পরিবারের প্রত্যেকেই যে তারকা। তবে, বচ্চন পরিবারে যেদিন থেকে নতুন সদস্য অর্থাৎ, ঐশ্বারিয়া-অভিষেকের ঘর আলো করে আরাধ্যা এসেছে, সেদিন থেকে আগ্রহ খানিকটা বেশিই বেড়ে গেছে ভক্তদের।
সম্প্রতি অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন তাঁর প্রিয় পুত্রবধূ ঐশ্বরিয়া রাইকে বলছেন, ‘আরাধ্যার মতো আচরণ কোরো না’। কিন্তু পুত্রবধূকে কেন এমন কথা বললেন শ্বশুর অমিতাভ বচ্চন?
আসল ঘটনা হলো, একটি অনুষ্ঠানে মিডিয়ার সামনে একসঙ্গে হাজির হন অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই প্রচণ্ড উত্তেজিত হয়ে ক্যামেরার সামনে শ্বশুরকে জড়িয়ে ধরে চিৎকার করে ‘হি ইজ দ্য বেস্ট’ বলেন ঐশ্বরিয়া রাই। তখনই অমিতাভ বচ্চন বলেন যে, আরাধ্যার মতো আচরণ কোরো না।