
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৭:৩৮ পিএম
আরো পড়ুন
দিলীপ কুমারের জন্মদিনে সায়রা বানুর পার্টি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ১১:২৫ এএম
আজ ৯৫-এ পা দিলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। তার স্ত্রী, অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, এই উপলক্ষে আত্মীয় বন্ধুবান্ধবদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করছেন তিনি।
দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে সায়রা লিখেছেন, দিলীপের ভাই, বোন, আত্মীয় ও কয়েকজন বন্ধুকে পার্টিতে ডেকেছেন তিনি।
সায়রা লিখেছেন, বর্ষীয়াণ এই অভিনেতার জন্মদিনে প্রতি বছর ফুলে ফুলে সেজে ওঠে তাদের বাড়ি। আত্মীয়, বন্ধুবান্ধব- সকলের জন্য সেদিন তাদের দরজা অবারিত থাকে, যাতে তারা এসে দিলীপের সঙ্গে সময় কাটাতে পারেন।
কিন্তু আজ অবশ্য একটু কড়াকড়ি থাকবে কারণ দিলীপ অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, তার সংক্রমণ যাতে না হয় তা দেখতে।
গত মাসে সামান্য নিউমোনিয়া হয় দিলীপ কুমারের, তবে এখন ভাল আছেন তিনি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
আজ ৯৫-এ পা দিলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। তার স্ত্রী, অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, এই উপলক্ষে আত্মীয় বন্ধুবান্ধবদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করছেন তিনি।
দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে সায়রা লিখেছেন, দিলীপের ভাই, বোন, আত্মীয় ও কয়েকজন বন্ধুকে পার্টিতে ডেকেছেন তিনি।
সায়রা লিখেছেন, বর্ষীয়াণ এই অভিনেতার জন্মদিনে প্রতি বছর ফুলে ফুলে সেজে ওঠে তাদের বাড়ি। আত্মীয়, বন্ধুবান্ধব- সকলের জন্য সেদিন তাদের দরজা অবারিত থাকে, যাতে তারা এসে দিলীপের সঙ্গে সময় কাটাতে পারেন।
কিন্তু আজ অবশ্য একটু কড়াকড়ি থাকবে কারণ দিলীপ অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, তার সংক্রমণ যাতে না হয় তা দেখতে।
গত মাসে সামান্য নিউমোনিয়া হয় দিলীপ কুমারের, তবে এখন ভাল আছেন তিনি।