শবনম ফারিয়ার গায়ে হলুদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০৪:৫১ পিএম

মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে ১ ফেব্রুয়ারি হতে যাচ্ছে ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের অনুষ্ঠান। এর আগে শনিবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানী গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো শবনম ফারিয়ার বিয়ের হলুদ।ফারিয়ার হলুদে ভাবনা, সাফা ও জয়াঅনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের সঙ্গে অংশ নেন অভিনেত্রী জয়া আহসান, তানিয়া আহমেদ, সাদিয়া জাহান প্রভা, নুসরাত ইমরোজ তিশা, মুমতাহিনা টয়া, সাফা কবির, অভিনেতা আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনাল, বাঁধন সরকার পূজা, নির্মাতা অনম বিশ্বাস, চয়নিকা চৌধুরী, মাবরুর রশিদ বান্নাহসহ শোবিজ অঙ্গনের অনেকে।
পালকীতে বসে গানের তালে নাচতে নাচতে হলুদের অনুষ্ঠানে প্রবেশ করেন ফারিয়া। অতিথিদের সঙ্গে মঞ্চেও ফারিয়াকে শরীর দোলাতে দেখা যায়। বর অপু আসেন হলুদ রঙের ভেসপায় চড়ে।পালকীতে বসে গানের তালে নাচতে নাচতে হলুদের অনুষ্ঠানে আসেন ফারিয়াহারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপুর সঙ্গে ফারিয়ার পরিচয় হয়।
শবনম ফারিয়া দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করছেন। গত বছর ‘দেবী’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই সকলের প্রশংসা পেয়েছে তিনি।