বড় পর্দায় ফিরছেন ইমরান হাশমি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০৪:২২ পিএম

বলিউড অভিনেতা ইমরান হাশমি অনেকদিন থেকেই নেই বড় পর্দায়। হয়ত ভিন্ন কিছুর পরিকল্পনা করছিলেন। তা না হলে লেডি কিলার হাশমি হঠাৎ করে গোয়েন্দাগিরি করবেন কেন? বিরতি দিয়ে ইমরান হাশমি বড় পর্দায় আসছেন ‘সুরিয়াকান্ত বন্দে পাতিল’-এর চরিত্রে। সুরিয়াকান্ত একজন গোয়েন্দা। যিনি বাচ্চা কিডন্যাপের ১২০টি ঘটনার তদন্ত ও সামাধান করেছেন। এই চরিত্রটি নিয়ে সিনেমা নিয়ে আসছেন ইমরান হাশমি।
সোমবার (৬ আগস্ট) ক্ষুদে বার্তার সাইটে জানিয়েছেন এই তথ্য। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। হাশমি লিখেছেন, তোমাদের সঙ্গে এই আনন্দ ভাগভাগি করতে পেরে খুব ভালো লাগছে। আমার পরবর্তী সিনেমার নাম ‘‘ফাদার্স ডে।
এর বেশি কিছু এখনও জানা যায়নি। ৩৯ বছর বয়সী এই অভিনেতা এখন ব্যস্ত তার আরেকটি ভিন্ন ধাঁচের সিনেমা নিয়ে। ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নিয়ম-অনিয়ম নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা। নাম ‘চিট ইন্ডিয়া’। যেটা মুক্তি পাবে ২০১৯ সালের ২৫ জানুয়ারি। ছবিটি পরিচালনা করবেন শান্তনু বাগচী।