নেটফ্লিক্সের প্রধান চরিত্রে ইমরান হাশমি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০১৮, ০৪:২১ পিএম

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স নতুন সিরিজ ‘বার্ড অব ব্লাড’ নির্মাণের ঘোষনা দিয়েছিলো। যেটিতে তাদের সাথে যৌথ প্রযোজক হিসেবে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টও থাকছে। বিল্লাল সিদ্দিকী রচিত উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আট পর্বের এই সিরিজটির প্রধান চরিত্রে কে অভিনয় করছেন সে বিষয়ে এতোদিন কিছু জানা যায়নি। এবার প্রধান চরিত্রের অভিনেতার নাম ঘোষনা করেছে নেটফ্লিক্স। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ইমরান হাশমি অভিনয় করবেন সিরিজটির প্রধান চরিত্রে।
শুক্রবার নেটফ্লিক্স ‘বার্ড অব ব্লাড’ সিরিজের টিজার প্রকাশ করেছে। কয়েক সেকেন্ডের টিজারটিতে দেখা যায়, হাশমি উপন্যাসটি পড়ছেন। বলছেন ঈশ্বর তোমাকে রূপ দিয়েছেন এবং তুমি তা নিজের মতো করে বদলে নিয়েছো।
এদিকে টিজার প্রকাশের পর ইমরান হাশমি টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভক্তদের ‘হবে কি হবে না?’ প্রশ্ন করে নিজেই লিখেন ‘হবে’। জানিয়ে দেন কবির আনন্দ হতে প্রস্তুত তিনি। এছাড়া থ্রিলার ওয়েব সিরিজের অংশ হতে পেরে তিনি বেশ আনন্দিত বলেও জানান।
মজার ব্যাপার হলো ইমরান হাশমি ও বিল্লাল সিদ্দিকী ভালো বন্ধু। ‘বার্ড অব ব্লাড’ বইয়ের মোড়ক উন্মোচনও করেছিলেন ইমরান হাশমি।