কেউ ‘আন্টি’ ডাকলে মামলা করবেন ‘পুষ্পা’ অভিনেত্রী!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

'আন্টি' বলাতেই বেজায় চটেছেন দক্ষিণী ভারতীয় অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ।‘পুষ্পা’র দৌলতে অভিনয় দুনিয়ায় বেশ পরিচিত মুখ অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। আর অনুসূয়ার সঙ্গে অর্জুন রেড্ডি তারকা বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক যে মোটেও মধুর নয়, তা অনেকেরই জানা।
চলতি বছরের মাঝে অর্জুনের ডায়ালগ ধার করেই তাঁকে প্রকাশ্যে খোঁচা দিয়েছিলেন অনুসূয়া। তবে অভিনেত্রীর এই কাণ্ডের পর তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করতে ছাড়েননি অর্জুন রেড্ডির অনুরাগীরা। কেউ কেউ তাঁকে ‘আন্টি’ বলে কটাক্ষ করেন। নিমেষে ‘আন্টি’শব্দটি টুইটারে (বর্তমানে X) ট্রেন্ড করতেও শুরু করে।
আর এই 'আন্টি' বলাতেই বেজায় চটেছেন অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। সাফ জানিয়েছেন, এবার তাঁকে কেউ আন্টি ডাকলে, তিনি তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করবেন। নিজের বক্তব্য স্পষ্ট করে অনসূয়া ভরদ্বাজ জানিয়েছেন, ‘শব্দটি ভুল নয়। বাচ্চারা বা ছোটরা তাঁকে আন্টি বললে অসুবিধা নেই।
কিন্তু যাঁরা একই বয়সী তাঁরাও ইচ্ছাকৃতভাবে এই শব্দ ব্যবহার করছেন এর অর্থটা অসম্মানজনক বলে মনে করেন তিনি। অনুসূয়ার কথায়, ’আমি জানি না ট্রোলরা মুখোমুখি হয়ে তাকে নিয়ে এমন মন্তব্য করার সাহস পাবে কিনা। কিন্তু, নারীদের প্রতি এভাবে ঘৃণা দেখানো অপরাধ।'