নিজ বাড়িতে মিলল জনপ্রিয় মার্কিন অভিনেতার লাশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পিএম


ম্যাথিউ পেরি
জনপ্রিয় মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথিউ পেরির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় অভিনেতার নিথর দেহ। তার বয়স হয়েছিল ৫৪ বছর। অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাথরুমে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় তাঁকে। চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। তার পরেই ম্যাথিউকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন ম্যাথিউ। তাঁর সংবেদনশীল কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভুলার নয়। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চ্যান্ডলারের চরিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাথিউ।
পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করলেও ক্যামেরার নেপথ্যে কঠিন জীবনযাপন করতে হয়েছিল ম্যাথিউকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন অভিনেতা। দীর্ঘ দিন সেই নেশার সঙ্গে যুঝেছেন তিনি। একাধিক বার রিহ্যাবেও যেতে হয়েছিল তাঁকে।
জনসমক্ষে নিজের এই লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন তারকা। এমনকি, ম্যাথিউ জানান, ‘ফ্রেন্ডস’-এর শুটিং চলাকালীন মাঝেমাঝেই নাকি গুরুতর উদ্বেগের শিকার হয়েছেন তিনি। তবে শনিবার তাঁর বাড়িতে কোনো নেশার জিনিস পাওয়া যায়নি। তদন্তকারীদের দাবি, স্বাভাবিক মৃত্যুই হয়েছে ম্যাথিউর।