পরিণীতি-রাঘবের বিয়ে সম্পন্ন, ছবি প্রকাশ্যে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ এএম

পরিণীতি-রাঘব

তাদের বিয়ের একটা মাত্র ছবি প্রকাশ্যে এসেছে।

সাতপাকে বাঁধা পড়েছেন সাম্প্রতিক সময়ের আলোচিত জুটি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা।
রবিবার (২৪ সেপ্টেম্বর ডিসেম্বর) রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেস সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।
তাদের বিয়ের একটি মাত্র ছবি প্রকাশ্যে এসেছে। বিয়েতে অতিথিদের মোবাইল ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে ছিল কড়াকড়ি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জা সহ একাধিক ভিভিআইপিরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।
২২ সেপ্টেম্বর থেকেই লীলা প্যালেসে শুরু হয়ে গিয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। একে-একে অতিথিরাও আসতে শুরু করে দিয়েছিলেন। হলদি, মেহেন্দি ও সঙ্গীতের পর রোববার ছিল গ্র্যান্ড ওয়েডিং ডে। অবশেষে সাতপাকে ঘুরলেন রাঘব ও পরিণীতি।
জানা গেছে, সদ্য বিবাহিত দম্পতির বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এই রঙের পোশাকে সেজেছিলেন। বিয়েতে মনীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পরনে ছিল পবন সচদেবের নকশাকৃত শেরওয়ানি।
পরিণীতির চাচাতো বোন প্রিয়াংকা চোপড়া ব্যক্তিগত কারণে বিয়েতে আসতে না পারলেও পারলেও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা মধু চোপড়া। হাই প্রোফাইল এই বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।
[caption id="attachment_466391" align="aligncenter" width="700"]
তাদের বিয়ের একটা মাত্র ছবি প্রকাশ্যে এসেছে।[/caption]
ভারতীয় গণমাধ্যম জানায়, বিয়ের গোপনীয়তা বজায় রাখতে অনুষ্ঠানের কয়েকদিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হয়েছে। অতিথিদের মোবাইল ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও ছিল কড়াকড়ি।
কেউ যাতে বিয়ের কোনো অনুষ্ঠানের ছবি তুলতে না পারে সেই কারণে বিয়ের আসরে প্রবেশের আগেই মোবাইল ফোনে লাগানো হয়েছে বিশেষ ধরনের নীল টেপ।
শুধু নিমন্ত্রিতদের নয়, হোটেলকর্মী, ডেকোরেটর, শেফসহ সবার মোবাইলেই এই টেপ লাগানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানের ৩ দিন হোটেল ছেড়ে বেরোতে পারবেন না সেখানকার কর্মচারীরা।
