অ্যাটলির সব সিনেমাই হিট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ এএম


হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে চলেছে শাহরুখ খানের নতুন সিনেমা 'জাওয়ান'। 'জাওয়ান' শাহরুখ খানকে দারুণ সাফল্য এনে দিয়েছে। পাশাপাশি সিনেমাটির সাফল্যের পেছনে বার বার যে নামটি উঠে আসছে তা আর কেউ নয় সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পাল।
অ্যাটলি এখন পর্যন্ত মাত্র পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন। এরপরেও তিনি এই সময়ে ভারতের সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হয়ে উঠেছেন। পাতলা শরীর এবং অনানুষ্ঠানিক শরীরী ভাষা নিয়ে অ্যাটলি স্বাচ্ছন্দ্যেই দাবি করতে পারেন যে তার কোনো সিনেমাই এ পর্যন্ত ফ্লপ হয়নি।
অরুণ কুমার থেকে অ্যাটলি পর্যন্ত যাত্রা
অ্যাটলি ১৯৮৬ সালের ২১ সেপ্টেম্বর তামিলনাড়ুর মাদুরাই জেলার থিরুপারকুন্ডামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম অরুণ কুমার। তিনি চেন্নাইয়ের সত্যবামা কলেজ থেকে ভিজ্যুয়াল কমিউনিকেশনে বিএসসি করেছেন। অ্যাটলি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শঙ্করের সহকারী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি 'নানবান' (থ্রি ইডিয়টসের তামিল রিমেক) এবং রজনীকান্তের 'এনথিরান' (রোবট) সিনেমায় শঙ্করের সহকারী হিসাবে কাজ করেছিলেন।
এ ছাড়া তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'মুগাপুত্তাগম' পরিচালনা করেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তামিল চলচ্চিত্র অভিনেতা শিবকার্তিকেয়ান। অ্যাটলির সিনেমাটি প্রচুর প্রশংসা পেয়েছে। এরপর তিনি 'রাজা' নামে একটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কয়েকজন নির্মাতার সঙ্গে যোগাযোগ করেন। তামিল চলচ্চিত্র নির্মাতা এ আর মুরুগাদোস সিনেমাটি তৈরি করতে সম্মত হন। ছবিটি ফক্স স্টার স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছিল। এ সিনেমাতে অভিনয় করেছেন- আরিয়া, জয়, নয়নতারা ও নাজরিয়া নাজিম। এটি ছিল সেই বছরের অন্যতম বড় হিট। এর নির্মাণ ব্যয় ছিল প্রায় ২৫ কোটি টাকা।
বক্স অফিসে ছবিটি প্রায় ৮৪ কোটি টাকার ব্যবসা করেছিল। সমালোচকরাও সিনেমাটির প্রশংসা করেছেন।অ্যাটলি তার প্রথম সিনেমার জন্য অনেক পুরস্কার পেয়েছিলেন। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু সরকারের চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার।
দ্বিতীয় সিনেমাতে অ্যাটলি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বড় তারকা বিজয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই সিনেমার নাম ছিল 'থেরি'। এর প্রযোজক ছিলেন কালিপুলি থানু। বিজয় ছাড়াও এতে কাজ করেছেন সামান্থা ও জ্যাকসন। সিনেমাটি সমালোচকদের খুব প্রশংসা না পেলেও প্রচুর অর্থ উপার্জন করেছে।
'থেরি'র পর বিজয় অ্যাটলিকে আরেকটি সিনেমা পরিচালনার দায়িত্ব দেন। এই সিনেমার নাম ছিল 'মেরাসাল'। বিজয় ছাড়াও এতে কাজ করেছেন কাজল আগরওয়াল, সামান্থা ও ভাদিভেলু। সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত হিট হয়েছিল। সিনেমাটি প্রায় ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এটি সেই সময়ে একটি বিশাল তামিল হিট ছিল। সিনেমাটি ইউরোপের অন্যতম বৃহৎ সিনেমা হল গ্র্যান্ড রেক্সে প্রদর্শিত হয়।
বিজয় অ্যাটলির পরবর্তী সিনেমা 'বিগিল'-এও কাজ করেছিলেন। সিনেমাটি প্রথম দিনে ৫৮ কোটি টাকার ব্যবসা করেছিল। পরের চার দিনে ৭৫ কোটি টাকার ব্যবসা করে। সিনেমাটির নির্মাণকারী সংস্থা এজিএস জানিয়েছে, সিনেমাটি ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। এটি বিজয়ের প্রথম সিনেমা, যা ৩০০ কোটি টাকার ব্যবসা করে।
বিগিলের প্রযোজনার সময়ই জানা গিয়েছিল যে অ্যাটলি তার পরবর্তী সিনেমাতে অভিনেতা শাহরুখ খানকে রাখছেন। অবশেষে ২০২২ সালের জুনে এটি ঘোষণা করা হয়। এটি ছিল অ্যাটলির পঞ্চম চলচ্চিত্র। ৩০০ কোটি টাকা বিনিয়োগের ঝুঁকি নিয়েছিল প্রযোজনা সংস্থা। মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও অ্যাটলির পঞ্চম সিনেমা 'জাওয়ান' বক্স অফিসে ভালো ব্যবসা করছে।
হিন্দুস্থান টাইমসের ২৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, 'জাওয়ান' এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৯৫৩ কোটি রুপির বেশি আয় করেছে।
মাত্র পাঁচটি সিনেমা দিয়ে অ্যাটলি তার সিনেমা সম্পর্কে একটি পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন।