বেকার ছেলের কাছে বোনের বিয়ের প্রস্তাবে যা বলেছিলেন সালমান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ এএম


বলিউদের তারকা অভিনেতা সালমান খান। খান পরিবারের একজন দাপটি সদস্য। ব্যাক্তিগত জীবনে এই রাগী অভিনেতাকে বয় পায় অনেকে। সে ক্ষেত্রে সালমানের কাছে তার বনকে বিয়ে করার প্রস্তাব দেয়াটা তো আরো কঠিন।
তবে সালমান খানের বোন অর্পিতা খানকে বিয়ে করতে এই দুঃসাহসই দেখিয়ে ছিলেন উত্তরখণ্ডের রাজনৈতিক পরিবারের ছেলে আয়ুষ শর্মা । মাত্র ২৪ বছর বয়সেই সালমানের বোনকে বিয়ে করবেন বলে সরাসরি ভাইজানের মুখোমুখি হন।
খানিকটা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সালমান বলেন, তোমার কি মনে হয় না তুমি বয়সে খুব ছোট? তাছাড়া তুমি কী করো?
আয়ুষ তখন জবাব দেন, আমি কিছু করি না। পারিবারিক ব্যবসা রয়েছে।
তবে জবাব শুনে খুশি হয়েছিলেন সালমান। তখন তিনি বলেন, তুমি সৎ।
এরপরেই আর কোনো দ্বিমত না রেখেই সালমান তাকে বাড়িতে ডেকে সেলিম খানের সঙ্গে দেখা করতে বলেন।
এর পর ২০১৪ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্যালেসে রাজকীয়ভাবে বিয়ে হয় অর্পিতা খান ও আয়ুষ শর্মার। এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
অর্পিতাকে বিয়ে করার চার বছর পর ‘লাভযাত্রী’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় আয়ুষের। পরবর্তী সময়ে সালমানের সঙ্গে ‘অন্তিম দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাতেও দেখা গেছে তাকে। যদিও কোনো সিনেমাতেই তেমনভাবে নজর কাড়তে পারেননি সালমানের ভগ্নিপতি।
দুই সন্তান নিয়ে আপাতত সুখের সংসার তাদের। বলিউডে আয়ুষ-অর্পিতার বাড়ির ইদের অনুষ্ঠানের বেশ নামডাক রয়েছে।