নিজের অভিজ্ঞতা জানালেন জাওয়ান পরিচালক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম


বিশ্বজুড়ে চলছে জাওয়ান ঝড়। ভক্তরা অধীর আগ্রহে বসে আছে ছবিটির মুক্তির জন্য। আগামী ৭ সেপ্টম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) মুক্তি পেয়েছে ছবির ট্রেইলার। একই দিন চেন্নাইয়ে জাওয়ান মুভির প্রি রিলিজ ইভেন্টে মুভির পরিচালক অ্যাটলি কুমার নিজের অভিজ্ঞতার কথা জানান।
অ্যাটলি বলেন, ১৩ বছর আগে আমি শাহরুখ স্যারের মান্নাতের গেটের সামনে দাড়িয়ে একটি ছবি তুলেছিলাম। আমার জন্য মান্নাতের গেটটি প্রথমবার খোলা হয়েছিল যখন আমি শাহরুখ স্যারকে জাওয়ানের গল্প শুনাতে গিয়েছিলাম। আর আজ আমি শাহরুখ স্যারের সঙ্গে সিনেমায় কাজ করলাম এটা আমার কাছে স্বপ্নের মত।
প্রসঙ্গত, আমাদের সমাজ ও সামাজিক মাধ্যম এই এটলি কুমার ও তার স্ত্রীর ছবি দেখে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হয়ে ছিলো শুধুমাত্র তার গাঁয়ের রং কালো বলে। অনেকের কমেন্ট ছিল তার স্ত্রীর সঙ্গে ছবি নিয়ে "বাঁদরের গলায় মুক্তোর মালা"।
অনুরাগীদের মতে,আজ সেই কুৎসিত দেখতে এটলী কুমার শাহরুখ খান কে তার সিনেমায় নায়ক বানিয়ে সারা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছেন। আজ তার সিনেমার ট্রেলার মুক্তি পেতেই হইহুল্লোড় শুরু হয়ে গেছে সিনেমা জগৎ থেকে গোটা দর্শকদের মধ্যে। তার সিনেমা আজ বলিউড ও দক্ষিণী সিনেমা জগৎকে একত্রিত করে নতুন ইতিহাস তৈরী করতে চলেছে।
এটলি কুমার আবার একবার প্রমাণ করলো সঠিক চেষ্টা ও প্রয়াস কখনো কোনো কিছুর বাঁধা হতে পারে না। শারীরিক রূপ কোনো কিছুর বাধা হতে পারে না। আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এটলি কুমার। তোমার সিনেমা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়ে তুলুক। তুমি আগেও তোমার সিনেমার মাধ্যমে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছো তুমি আবার নতুন রেকর্ড করে তাদের কে বুঝিয়ে দাও তুমি থেমে থাকার পাত্র নও।