তামান্নার সিনেমা দেখতে ছুটি ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৮:০২ পিএম


১০ আগস্ট মুক্তি পেতে চলেছে তামান্না ভাটিয়া-রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার’। এ নিয়েই এখন উত্তেজনার পারদ তুঙ্গে। এরইমধ্যে ছবির অগ্রিম বুকিংয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
তারই মধ্যে এবার চেন্নাই ও বেঙ্গালুরু নিল নতুন সিদ্ধান্ত, যা শোনামাত্রই খুশির হাওয়া তামান্না-রজনী ভক্তদের মনে। ১০ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। আর সেই খুশিতে এবার ছুটি ঘোষণা করা হলো চেন্নাই ও বেঙ্গালুরুতে।
এরফলে বোঝাই যাচ্ছে প্রথম দিনে কী বিপুল পরিমাণ দর্শকের উচ্ছ্বাস চোখে পড়তে চলেছে। রজনীকান্তের শেষ মুক্তি পাওয়া ছবি দরবার। কিন্তু সেই ছবি দর্শকমহলে সেভাবে জায়গা করতে পারেনি। মোটা টাকার ক্ষতির মুখ দেখতে হয়েছিল প্রযোজনা সংস্থাকে।
তবে এবার আর নিরাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ খোদ রজনীকান্ত সবাইকে কথা দিয়েছিলেন এ ছবিতে তিনি সেরা অ্যাকশন প্যাক বিনোদন দিতে চলেছেন। সেই বিশ্বাসেই এবার পলক গুনছেন গোটা দেশের দর্শকরা।
আর সে উপলক্ষেই সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলো। আবার কিছু কিছু অফিস থেকে কর্মীদের ফ্রিতে টিকিট দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়। ‘জেলার’ ২০০ কোটি রুপি বাজেটের সিনেমা, নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ।