ঝড় তুলছে ‘জাওয়ান’ সিনেমার প্রথম গান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৪:৫৯ পিএম


অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল শাহরুখের খানের ‘জাওয়ান’ সিনেমার প্রথম গান ‘জিন্দা বান্দা’।
গানটির কমেন্ট বক্স ভেসে যাচ্ছে ভক্তদের প্রশংসা ও ভালোবাসায়। গান প্রকাশ পাওয়ার খবর শাহরুখ সামাজিক মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন ভক্তদের।
জানা গেছে, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট শুধুমাত্র গানটির জন্য ১৫ কোটি টাকা খরচ করেছে। গানটি রিলিজ হওয়ার প্রথম ঘণ্টায় এক মিলিয়ন ছাড়িয়েছে।
গানটি লিখেছেন ইরশাদ কামিল, গেয়েছেন অনিরুদ্ধ। গান ভিডিওতে শাহরুখের সঙ্গে প্রায় ১০০০ জন নৃত্যশিল্পী নেচেছেন গানের তালে। বিশাল আয়োজনের এই গানটির শুট হয়েছে টানা পাঁচ দিন। নৃত্য পরিচালনা করেছেন শোবি।
‘জাওয়ান’র সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। দক্ষিণের সফল সংগীত পরিচালক অনিরুদ্ধের কম্পোজিশনে জাওয়ান সিনেমার এই গানটিতে নেচে উঠবে সারা ভারত, এমনটাই ধারণা করা হচ্ছে।
অ্যাটলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। সিনেমায় আরো রয়েছেন-নয়নতারা, সানা মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। সিনেমায় দীপিকা পাডুকোনের উপস্থিতিও থাকবে।