সাড়ে ষোলো’র নতুন চমক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৭:৪৩ পিএম



নির্মাতা ইয়াসির আল হকের প্রথম ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’। একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’। সিরিজটি দর্শকদের এমন একটি অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে, যেখানে তারা নিজেকে আবিষ্কার করবে ঐশ্বর্য এবং প্রতারণার বেড়াজালে অন্যরকম এক গোপন ঘটনায়।
এরই মধ্যে হইচই ‘সাড়ে ষোলো’ সিরিজটিতে আফরান নিশোর লুক প্রকাশ করেছে। সিরিজে নিশো স্বনামধন্য একটি রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে হাইপ্রোফাইল মামলা পরিচালনাকারী একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম রেজা।
এবার হইচই সিরিজটির বাকি অভিনেতা-অভিনেত্রীদের লুক প্রকাশ করল, যাদের দেখতে পাওয়া যাবে হোটেল ভায়োলেট ইন এর সাড়ে ষোলো তলায়। এ সিরিজে করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এডিসি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী এবং পাবলিক রিলেশন্স অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ।
সাড়ে ষোলো ছয় পর্বের ওয়েব সিরিজ। গত ১২-২৬ জুন আসন্ন সিরিজটির শুটিং হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ওয়েব সিরিজটি ১৭ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইর পর্দায় দেখা যাবে।