×

বিনোদন

মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে ম্যাডোনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১০:০০ পিএম

মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে ম্যাডোনা
মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে ম্যাডোনা
   
মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ ঘুরে আসতে হয়েছে পপসম্রাজ্ঞী ম্যাডোনাকে। কেন হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়লেন ‘ম্যাটেরিয়াল গার্ল, তা নিয়ে ভক্তদেরও উৎকণ্ঠার শেষ নেই। শোনা গেছে, এ সময়ের পপতারকা টেইলর সুইফট, পিঙ্কের মতো শিল্পীরা যেভাবে মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের সঙ্গে টেক্কা দিতে গিয়ে শরীরের ওপর মাত্রাতিরিক্ত অত্যাচার করেছেন, যার ফলাফল ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করে এখন হাসপাতাল-বাড়ি করতে হচ্ছে এই তারকাকে। কানাডার ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই দিয়ে শুরু হওয়ার কথা ছিল ‘গ্রেটেস্ট হিটস ট্যুর’ শিরোনামের ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর। ১ ডিসেম্বর আমস্টারডামে ট্যুর শেষ করার আগে নিউইয়র্ক, বার্সেলোনা, প্যারিস ও স্টকহোমে গাওয়ার কথা আছে ম্যাডোনার। এই ট্যুরকে সামনে রেখে যারপরনাই ব্যস্ততা যাচ্ছিল এই শিল্পীর। হালের তরুণ তারকাদের সঙ্গে টেক্কা দিতে চাইছিলেন ম্যাডোনা। আর সেই চিন্তা থেকেই স্টুডিওতে অনুশীলনে দিবারাত্রি এক করেছেন ৬৪ বছর বয়সি এই তারকা, যা তার শরীরে সয়নি। এছাড়া টানা ট্যুর এবং দীর্ঘ সময়ে মঞ্চ মাতিয়ে রাখতে নিজেকে ফিট রাখতে চেয়েছিলেন ম্যাডোনা। তাই ব্যায়ামাগারেও সময় দিচ্ছিলেন। বয়সের তুলনায় শক্ত শক্ত সব সরঞ্জাম নিয়ে ব্যায়াম করতেও দেখা গেছে ম্যাডোনাকে। আর সেই ছবিও এসেছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাডোনার এক ঘনিষ্ঠজন বলেন, ‘তিনি নিজের মধ্যে আরো গতি আনতে চাইছিলেন। কিন্তু এত কঠোর অনুশীলনের মধ্যে নিজেকে ঠেলে দেয়াটা ঝুঁকিপূর্ণ ছিল।’ গত ২৬ জুন মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই পপতারকাকে নিউইয়র্ক সিটির এক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ২৯ জুন একটি ব্যক্তিগত অ্যাম্বুলেন্সে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App