যুক্তরাষ্ট্রে মাসজুড়ে কনসার্ট জেমসের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৩, ০৭:৪৪ পিএম
কনসার্টে অংশ নিতে এবার নিজ দল নগর বাউল নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস।
১৮ বছর ধরে বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে নর্থ মিয়ামি বিচে। ১৯তম আয়োজনে এবার গান করবেন জেমস। ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে জেমসের সঙ্গে আরো গাইবেন বিন্দু কণা, সায়রা রেজা ও ভারতের প্রিয়ংবদা ব্যানার্জি।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরো ১০টি রাজ্যে তাদের শো রয়েছে।
তিনি আরো জানান, কনসার্টের এই সংখ্যাটা আরো বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকই যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ডদলই এক মাস দেশটিতে থাকব।
ঈদুল ফিতরের আগের রাত অর্থাৎ চাঁদ রাতে প্রকাশ হয়েছে জেমসের নতুন গান (সবই ভুল)। যৌথভাবে গানের কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরো করেছেন এই রকস্টার। এটি বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।