লাইফ সাপোর্টে পরিচালক-নাট্যকার মোহন খান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৫:১৪ পিএম

মোহন খান। ছবি সংগৃহীত

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে নাট্যকার ও পরিচালক মোহন খানকে।
তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে সাবাবা মোহন। তিনি বলেন, এপ্রিল মাসের ১০ তারিখে বাবার ব্রেন টিউমার অস্ত্রোপচার করাতে হয়। ঈদের দিন বিকালে হাসপাতাল থেকে বাবাকে বাড়ি নিয়ে এসেছিলাম। চার দিনের মাথায় বাসায় পড়ে গিয়ে উনার অবস্থার অবনতি হয়। এরপর ২৭ এপ্রিল বাবাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়।
১৯৮৮ সাল থেকে মোহন খান দেশের টেলিভিশন নাটক পরিচালনা ও রচনায় পরিচিতি মুখ। তার পরিচালিত প্রথম নাটক আমার দুধমা প্রচার হয় বিটিভিতে। এটিএন বাংলায় অনুষ্ঠান বিভাগেও কাজ করেছেন তিনি। এছাড়া সমুদ্রে গাঙচিল, সেই আমরা, নীড়ের মেঘবালিকা, খোঁজে গাঙচিল, আঙ্গুর লতা, জেগে উঠো সমুদ্র, দূরের মানুষ, হৃদয়পুরের গল্প সহ আরো অনেক নাটক নির্মাণ করেছেন মোহন খান।