গ্রামের বাড়িতে ঈদ করার ইচ্ছা: সাইমন সাদিক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৫:২৯ পিএম


ছবি: সংগৃহীত
ঈদের আগে শুটিং নিয়ে মহাব্যস্ত থাকেন তারকারা। ঈদ এলে তাদের একটু অবসর জোটে। সে ফাঁকে একেজন একেক রকম পরিকল্পনা সাজান। তারকারা কে কোথায় ঈদ কাটাবেন, কীভাবে কাটাবেন, কী কী কেনাকাটা করলেন- এসব নিয়ে ভক্তদের থাকে বাড়তি আগ্রহ। সাইমন সাদিকের এবারের ঈদের পরিকল্পনার খোঁজ দিচ্ছেন সোহানুর রহমান সোহাগ।
এ বছর ঈদ অবশ্যই আমার গ্রাম অর্থাৎ কিশোরগঞ্জে করার ইচ্ছা আছে। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ করা ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সচরাচর ঈদের দিন সেমাই খেয়ে নামাজ পড়তে যাওয়া হয়। নামাজ শেষে বন্ধুদের সঙ্গে গল্প করা হয়। তারপর দুপুরের খাবার খাওয়া হয়। আসলে আমার জন্য কিছু কেনা হয়নি এখনো। উপহার পাচ্ছি অনেক। আত্মীয় ও বন্ধুদের জন্য কেনাকাটা করা হয়েছে।