×

বিনোদন

শাকিব-বুবলী বনাম অপু-জয়!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম

শাকিব-বুবলী বনাম অপু-জয়!

ছবি: সংগৃহীত

শাকিব-বুবলী বনাম অপু-জয়!
   

এবারের ঈদুল ফিতরে ঢালিউড বেশ নড়েচড়ে বসবে। কেননা এবার ঈদে একযোগে মুক্তি পাবে শাকিব খান ও শবনম বুবলীর ‘লিডার- আমিই বাংলাদেশ’ ও জয় চৌধুরী ও অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা। এরই মধ্যে সিনেমা দুটির খানিকটা প্রচার-প্রচারণাও শুরু হয়েছে।

অপু বিশ্বাসের সঙ্গে অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ নিশ্চিত করে ঢালিউডের চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, এর আগে কয়েকবার সিনেমাটি মুক্তির কথা কথা থাকলেও বেশ কিছু কারণে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। অবশেষে গত ৩১ মার্চ আমাদের ছবিটি সেন্সর পেয়েছে। সেই সঙ্গে অনেক প্রশংসা পেয়েছে। এরই মধ্যে হল বুকিংও শুরু হয়েছে। এছাড়া, বাংলাদেশের বেশ কয়েকটি শিল্পকলা একাডেমিতে সিনেমাটি চালানো হবে।

তিনি আরো বলেন, অপু বিশ্বাসের সঙ্গে এবার ঈদে আমার ছবি আসছে এটা আমার জন্য অনেক বড় একটি বিষয় ও বড় অর্জন। এই ছবিতে দর্শকরা নতুন কিছু পাবে।

‘প্রেম প্রীতির বন্ধন’ পরিচালনা করেছেন করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও প্রেম প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

অপরদিকে, ঈদে শতাধিক হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করে সিনেমার পরিবেশনা ব্যবস্থাপক এমএম মঞ্জুর রহমান বলেন, ঈদে লিডার আসবে কনফার্ম। এই সপ্তাহে সিনেমার টিজার এবং পরে গান মুক্তি দেয়া হতে পারে। এ প্রসঙ্গে ঢালিউডে পাপারাজ্জি কালচারের জনক বলেন, শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ দুটি সিনেমা ঈদে মুক্তির কথা ছিলো। কিন্তু নির্মাতা সূত্রে জানতে পেরেছি, ‘আগুন’ ঈদে মুক্তি পাবে না। সেই হিসেবে শাকিবের ঈদের একমাত্র সিনেমা হতে যাচ্ছে ‘লিডার’!

শাকিব খান আরো বলেন, আমরা প্রত্যাশা করছি, শতাধিক প্রেক্ষাগৃহ পাবে ‘লিডার’। কারণ সারাবছর সিনেমা হলে শাকিবের সিনেমার চাহিদা অন্যরকম। তার নতুন সিনেমা না পাওয়ায় পুরাতন সিনেমা চালানো হয়। এক বছর পর হিরোর সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবেন হিরোর সিনেমা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যাশা রাখছি, ঈদে ‘লিডার’ প্রায় একশ’ প্রেক্ষাগৃহ পাবে।

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App