পার্শ্বচরিত্রে অস্কার জিতলেন হুই কুয়ান ও জেইমি লি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:২২ এএম

হুই কুয়ান ও জেইমি লি। ছবি: বিবিসি


পার্শ্বচরিত্রে এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন মার্কিন অভিনেতা কে হুই কুয়ান। অন্যদিকে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন মার্কিন অভিনেত্রী জেইমি লি কুর্তিস।
আজ সোমবার (১৩ মার্চ) এ তথ্য জানানো হয়। খবর বিবিসি
এতে বলা হয়, ‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তারা দু’জনে এ বছর অস্কার জিতেছেন।
যুক্তরাষ্ট্রে চলছে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে শুরু হয় এই আয়োজন।
এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনায় আছেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করছেন তিনি।