কুপ্রস্তাব পেয়েছেন ভারতীয় অভিনেত্রী রূপাঞ্জনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১০ এএম

ছবি: সংগৃহীত

হেনস্তার শিকার হয়েছেন সিরিয়াল খ্যাত ভারতীয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সম্প্রতি এক বাঙালি ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর কুপ্রস্তাব পেয়েছেন তিনি। জানতে চাওয়া হয়েছে অভিনেত্রীর ‘রেট চার্ট’।
রূপাঞ্জনা বলেন, ‘এই প্রস্তাব পাঠানো হয় আমার কাজের ক্ষেত্রে ব্যবহৃত নম্বরে। এই দালালবৃত্তি যে কোন জায়গায় পৌঁছেছে ভাবা যায় না! আমি এর কড়া পদক্ষেপ নেব। এর পেছনে কোনো চক্র রয়েছে কি না সেটা জানা দরকার।’ খবর আনন্দবাজার পত্রিকার।
তিনি জানিয়েছেন, মৃন্ময় নামে এক ব্যক্তি অভিনেত্রীকে কাজের উছিলায় মেসেজ পাঠিয়েছেন। কাজের বিষয়ে জানতে চাইলে মৃন্ময় তাকে এক ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেন। তা ছাড়াও জানতে চান তার পারিশ্রমিক। এতে চূড়ান্ত অসম্মানিত বোধ করেন রূপাঞ্জনা। পরে ওই ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের চিত্রটা তুলে পোস্ট করেন সামাজিক মাধ্যমে।
রূপাঞ্জনা আরও বলেন, ‘সব থেকে খারাপ লাগে- এটি প্রলোভনের একটি ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। ১৭-১৮ বছরের মেয়েরা এখানে কাজ করতে এসে ফাঁদে পড়ছে। তবে শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, এই জিনিস সব জায়গায় ঘটছে। এটা একটা প্রজন্মের জন্য ক্ষতি।’