পাঠানের সাফল্যে কাঁদলেন শাহরুখপত্নী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৫:৪৫ পিএম

গৌরী খান। ছবি: সংগৃহীত

মামলা, হুমকি আর বাধা-বিপত্তির মধ্যেই মুক্তি পেয়েছে বলিউড কিং শাহরুখ খানের সিনেমা পাঠান। চার বছর পর পর্দায় ফেরা শাহরুখের পাঠান ঝড় তুলেছে পর্দায়, চলছে টিকিটের জন্য হাহাকার।
সিনেমাটি প্রথম দিনেই ১০৬ কোটির ব্যবসা করেছে। বিশ্বজুড়ে ব্যবসা ১০০ কোটি পার করেছে। পাঠানের এমন সাফল্যে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন শাহরুখ। ছবির সাফল্যে কেঁদেছেন গৌরী নিজেও।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ঘনিষ্ঠ বন্ধুদের দাওয়াত দিয়েছিলেন শাহরুখ। সেখানে সবাই প্রায় পাঠান’র প্রশংসা করেন। সবার কাছ থেকে প্রশংসা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি স্ত্রী গৌরী। কারণ এ সিনেমার নেপথ্যে শাহরুখের অক্লান্ত পরিশ্রম নিজের চোখে দেখেছেন গৌরী। এজন্য বন্ধু ও দর্শকের মুখে প্রশংসা শুনে কেঁদে ফেলেন তিনি।