হঠাৎই পোশাকে পরিবর্তন রাখি সাওয়ান্তের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০২:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত বেশ কিছুদিন আগে আদিল খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন । স্বামীর জন্য বিয়ের পরের রাতেই নিজের নাম বদলে ফাতিমা করে নেন তিনি। এমন পরিবর্তনের মধ্যেই এবার মুম্বাইয়ের রাস্তায় খিমা (বোরকা) পরে থাকতে দেখা গেছে তাকে। সঙ্গে দেখা যায় তার স্বামী আদিল খানকেও।
রাখির মা ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ক্যানসারও ধরা পড়েছে তার। মাকে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত ও তার স্বামী আদিল খান। সেখানেই খিমা পরে হাসপাতালে ঢুকতে দেখা যায় এ ভারতীয় অভিনেত্রীকে। বিয়ে এবং মায়ের অসুস্থতা নিয়ে অন্য রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন রাখি।
এর আগে এক বছর প্রেমের পর গত বুধবার মালাবদল করেন রাখি ও আদিল। যদিও তার বিয়ে আগেই হয়েছে কিনা—এ নিয়ে গুঞ্জন উঠেছে। দেখা যায়, বিয়ের সার্টিফিকেটে সই রয়েছে গত বছরের। তবে একে অপরকে ভালোবাসার কথা বারবার প্রকাশ্যেই স্বীকার করেছেন রাখি ও আদিল।