‘কারাগার-২’ ট্রেইলারে নতুন রহস্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ১১:৩৮ এএম

‘কারাগার-২’ ওয়েব সিরিজের পোস্টার

চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার-২’ ট্রেইলারে উঠে এসেছে নতুন রহস্য। মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রকাশ হওয়া ওই সিরিজের ট্রেইলারে সেই রহস্যেরই আভাস দিয়েছেন ‘হাওয়া’ খ্যাত এই অভিনেতা।
সিরিজটির ট্রেইলারে দেখা যায়, কারাগারের প্রথম পর্বে সেন্ট্রাল জেলের ১৪৫ নম্বর সেলে ৫০ বছর ধরে তালাবদ্ধ এক রহস্য মানবকে দেখানো হয়েছে। সিরিজটিতে রহস্য ঘণীভূত হয়ে এমন এক জায়গায় প্রথম পর্ব শেষ হয়েছিল, যেখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছিল ভক্তদের মনে। আর সেই প্রশ্ন গুলোর উত্তর পাওয়ার কথা ‘কারাগার-২’ ওয়েব সিরিজে।
https://www.youtube.com/watch?v=NKxwcwBgc3Mএসব রহস্যেরই জট খুলবে আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)। এদিন হইচই প্ল্যাটফর্মে ‘কারাগার পার্ট টু’ মুক্তি পাবে। ট্রেইলারে দুটি ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন চঞ্চল চৌধুরী। প্রথম সিরিজটিতে তাকে ঘিরে রয়েছে ব্যাপক রহস্য। দ্বিতীয় কিস্তিতে সেই রহস্য আরও এগিয়ে নিয়ে যাবেন ‘হাওয়া’ খ্যাত অভিনেতা।
চঞ্চল চৌধুরী ছাড়াও সিরিজে একটি বিশেষ চরিত্রে রয়েছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া এতে আরও অভিনয় করেছেন, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, তাসনিয়া ফারিণ, এফএস নাঈমসহ আরও অনেকে।