কিংবদন্তি গায়ক বব ডিলানের ক্ষমা প্রার্থনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৭:৫০ পিএম

বব ডিলান। ফাইল ছবি

বইয়ে হাতে করা স্বাক্ষরের পরিবর্তে মেশিনে স্বাক্ষর দেয়ার কারণে ক্ষমা প্রার্থনা করলেন কিংবদন্তি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়ক বব ডিলান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ধারার মার্কিন সংগীতের অন্যতম এ তারকা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন।
২০১৯ সাল থেকে প্রকাশিত বই ও শিল্পকর্মে নিজ হাতে স্বাক্ষরের পরিবর্তে অটোপেন যন্ত্রের মাধ্যমে দেওয়া স্বাক্ষর ব্যবহার করায় ক্ষমা চেয়েছেন খ্যাতিমান গায়ক-গীতিকার বব ডিলান। খবর-বিবিসির ৮১ বছর বয়সী বব ডিলান জানান, ২০১৯ সালে ভার্টিগো (চারপাশের বস্তু ঘুরছে মনে হওয়া) রোগ হওয়ায় তিনি অটোপেন ব্যবহারের অনুমতি দেন। সম্প্রতি ডিলানের বই ‘দ্য ফিলোসফি অব মডার্ন সং’-এর সীমিত সংস্করণ প্রতি কপি প্রায় ৬০০ পাউন্ডে বিক্রি হয়। স্বাক্ষরটি নিজ হাতে দেওয়া কি না, তা নিয়ে প্রশ্ন তুললে বিষয়টি প্রকাশ্যে আসে। বব ডিলানকে সর্বকালের সেরা গীতিকারদের একজন মনে করা হয়। তিনি অস্কার, গোল্ডেন গ্লোব ও গ্র্যামি (১০টি) ছাড়াও গীতিকবিতার জন্য ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।