আসছে সুইটির দুই সিনেমা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৩:০৯ পিএম

তানভীন সুইটি

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুইটির অভিনীত প্রথম সিনেমা আবু সাইয়ীদের বাঁশি। এরপর বড় পর্দা থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি সুইটি নতুন দুটি সিনেমায় অভিনয় করেছেন। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত। একটি হলো জাফরুল শাহীন পরিচালিত মাইক এবং নূরে আলম পরিচালিত রাসেলের জন্য অপেক্ষা।
মাইক সিনেমাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে। অন্যদিকে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হয়েছে রাসেলের জন্য অপেক্ষা সিনেমাটি।
দুটি সিনেমায় অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, এটা আমার জন্য পরম ভালোলাগার যে মাইক ও রাসেলের জন্য অপেক্ষা সিনেমা দুটিতে আমি অভিনয় করেছি। দুটি সিনেমায়ই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। দুটি সিনেমার বিষয়বস্তু মূলত আমাকে আগ্রহী করে তুলেছে সিনেমাগুলোয় কাজ করতে। নির্মাতা যেমন ভীষণ মনোযোগ দিয়ে মাইক সিনেমাটি নির্মাণ করেছেন, অন্যদিকে নূরে আলমেরও চেষ্টা ছিল ভীষণ আন্তরিক। সত্যি, আমি এখন এ সিনেমা দুটির মুক্তির অপেক্ষায় আছি।