অভিমান ভুলে স্বামীকে নিয়ে ছেলের জন্মদিন পালন পরীর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১০:৫৬ পিএম

স্বামীকে নিয়ে ছেলের তিন মাসের জন্মদিন পালন করলেন পরী মণি। ছবি: সংগৃহীত

মান-অভিমান ভুলে স্বামীকে নিয়ে ছেলের তিন মাসের জন্মদিন পালন করলেন পরী মণি। বিতর্কের মাঝেই আবারও তিনি ফেসবুকে দিলেন আরও এক পোস্ট। তবে এবার আর কোনো সমস্যা নিয়ে নয়। মন ভালো করা ছবি সর সঙ্গে সবার করে নিলেন নায়িকা। তিন মাস বয়স হলো পরী-রাজের ছেলের।
ছেলেকে কোলে নিয়ে ছবি তুলেছেন এ চিত্রনায়িকা। আর সেই ছবির নেপথ্যে রয়েছেন তার স্বামী রাজ। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে নায়িকার সংসারে অশান্তির আগুনের আঁচ সন্তানের গায়ে লাগতে না দেয়ার সেই আভাস দিলেন তিনি।
নীল, সাদা, কালো বেলুনে সাজানো চারিদিক। সঙ্গে মানানসই ফুল। সামনে টেবিলে রাখা বাহারি কেক। কেকে আবার হাতি-গরু নানা রকমের পশুপাখিও আছে। মা হওয়ার তিন মাস উদযাপন না করলে কী চলে? ছেলে কোলে নিয়ে জমিয়ে তিন মাসের উদযাপন করলেন।
দুই দিন আগেই রাজের সঙ্গে মিমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন পরী মণি। স্বামীর পরকীয়ার জেরে সংসারে ঝামেলা আর কারও অজানা নয়। কিন্তু সেই অশান্তির প্রভাব যে সন্তানের ওপর ফেলতে দেবেন না সেটাই বোঝালেন।