মাসুম আজিজের মৃত্যুতে শিল্পীদের শোকবার্তা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৬:১০ পিএম

মাসুম আজিজ ও মাসুম রেজা। ছবি: সংগৃহীত

ক্যান্সার আর রেহাই দিল না, একটি বছর রোগে ভুগে চিরবিদায় নিলেন একুশে পদকজয়ী অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ। তার প্রস্থানে শোকের ছায়া নেমে আসে শোবিজ অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশের পাশাপাশি শেয়ার করেছেন টুকরো স্মৃতি-
আমি ভুলবো না আপনাকে: মাসুম রেজা, নাট্যকার
মিডিয়াতে আমরা দুই মাসুম। আজ এক মাসুম আমাদের ছেড়ে চলে গেলেন। মাসুম ভাই,মাসুম আজিজ আপনি আমাকে অনেক ভালোবাসতেন। আমি ভুলবো না আপনাকে।
ফোন দিয়ে সিনেমা নিয়ে কথা বলতেন: আশরাফ শিশির, নির্মাতা
গত মাসেও ৫৭০ চলচ্চিত্রের ডাবিং দিয়ে গেলেন। আমার জীবনে দেখা সেরা অভিনেতা মাসুম আজিজ। কেমোথেরাপি নিতে নিতেও বেডে শুয়ে কল দিতেন। লাইফ সাপোর্টে নেয়ার দু'দিন আগেও ফোন দিয়ে সিনেমা নিয়ে কথা বললেন। তার আত্মার শান্তি কামনা করছি।
অনেক স্মৃতি জড়িয়ে আছে: সাজু খাদেম, অভিনেতা
আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আজীবন সদস্য, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। মাসুম ভাইয়ের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ওপারে ভালো থাকুন, ভাই।