‘শনিবার বিকেল’ নিয়ে সুখবর!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১১:০২ এএম


মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা শনিবার বিকেল দীর্ঘদিন ধরেই আটকে আছে সেন্সর বোর্ডের আপিল বিভাগে। কেন আটকে আছে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য জানায়নি কর্তৃপক্ষ। সম্প্রতি সিনেমাটিকে মুক্ত করার জন্য তুমুল আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও সিনেমাটিকে মুক্ত করার আন্দোলনে শামিল হন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেন সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, নির্মাতা মোরশেদুল ইসলাম প্রমুখ। এবার জানা গেছে, শনিবার বিকেল নিয়ে আসতে যাচ্ছে সুখবর। সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে চলতি সপ্তাহেই।
বিষয়টি জানিয়ে সিনেমাটির অন্যতম প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, শনিবার বিকেল সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়ে যাবে আশা করছি। মোস্তফা সরয়ার ফারুকীর মতে, শনিবার বিকেল সিনেমাটি এক শটে ধারণ করা। তাই সিনেমাটিতে কোনো কিছু সংযোজন-বিয়োজনের সুযোগ নেই। তবে সিনেমার শেষ অংশে কিছু কথা যুক্ত হতে পারে।
উল্লেখ্য, সিনেমাটি ইতোমধ্যেই মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত এবং পুরস্কৃতও হয়েছে।