যমজ সন্তানের মা হলেন নয়নতারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০১:৩৩ পিএম

নয়নতারা ও ভিগনেশ শিবান। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা ও পরিচালক ভিগনেশ শিবান দীর্ঘদিন একসঙ্গে থাকতেন। চলতি বছরের নয় জুন বিয়ের পিঁড়িতে বসেন তারা। বিয়ের চার মাসের মাথায় যমজ পুত্রসন্তানের মা হলেন নয়নতারা। রবিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুটি ছবি দিয়ে সন্তান ভূমিষ্ঠের ঘোষণা দিলেন ভিগনেশ শিবান।
টুইটারে তিনি লিখেছেন, নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সব প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো, তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই।
পোস্টে ভিগনেশ জানিয়েছেন, নবজাতকের নাম যথাক্রমে উইর ও উলাগাম। তামিল ভাষায় উইর মানে জীবন আর উলাগাম মানে পৃথিবী। পোস্ট করা ছবিতে শিবান ও নয়নতারাকে দুই সন্তানের পায়ে চুমু খেতে দেখা যাচ্ছে।
২০১৫ সালে নানুম রাউডি ধান সিনেমার শুটিং সেটে পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে প্রেমে জড়ান নয়নতারা। শিগগিরই নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির জওয়ান ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড তারকা শাহরুখ খান।