এবার বিয়ে হবে রাজ-মিমের!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৩:৩৮ পিএম

রাজ ও মিম

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমার ভরপুর প্রশংসার মধ্যেই নির্মাতা ও পরিচালক রায়হান রাফি ঘোষণা দিয়েছেন, আগামী ২৮ অক্টোবর ‘দামাল’ সিনেমা মুক্তি দেয়া হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা ফুটবল দলের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমা। ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে এর চিত্রনাট্য নির্মাণ করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ‘দামাল’ সিনেমার প্রথম গান। এই মুহূর্তে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
এদিকে, রবিবার (২ অক্টোবর) রাতে প্রচারণার অংশ হিসেবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাজ ও মিমের বর-বধূ সাজের ছবি পোস্ট করেছেন নির্মাতা রায়হান রাফি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, রাজ মিম এর পরাণে বিয়ে হয়নি তো কি! এবার হবে। ২৮ অক্টোবর আপনাদের প্রেক্ষাগৃহে সবার দাওয়াত থাকলো।