ঠাকুরের কাছে প্রার্থনা ‘দামাল’ যেন হিট হয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ১১:১৪ এএম

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবটি দোল দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মনেও। এবারের পূজা নিয়ে মিম বলেন, ‘বেশ ভালো কাটছে। মহা সপ্তমীতে সকালে পূজা করে এসেছি। বসুন্ধরার মণ্ডপে গিয়েছিলাম। এরপর যাব বনানী। তারপর যাব কুমিল্লা।’ বিয়ের পর প্রথম পূজা নিয়ে অভিনেত্রী বলেন, ‘বরের সঙ্গে এবারই প্রথম পূজা। তাই ভালো লাগাটা বেশি। এবার ভালোবাসার মানুষটা পাশে রয়েছে। সেই সঙ্গে দায়িত্বটাও বেড়েছে। আগে পূজা শুধু মায়ের বাড়িকে কেন্দ্র করে ছিল। এখন শ্বশুর বাড়ি যোগ হয়েছে। তাদের সঙ্গে পূজা কাটাতে কুমিল্লা যাব।’ পূজায় মিম তার বরকে পাঞ্জাবি দিলেও বর তাকে এখনো কিছু দেননি।
[caption id="attachment_372829" align="aligncenter" width="700"]