ইরানি পরিচালকের অভিযোগের জবাব দিলেন অনন্ত জলিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৯:৪৮ এএম

চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল এবং ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম

এবার ইরানি পরিচালকের অভিযোগের জবাব দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ‘দিন : দ্য ডে’ ছবির ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম তার ঋণী হয়েছেন এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।
অনন্ত বলেন, আমার বিরুদ্ধে ইরানি পরিচালকের আনীত অভিযোগ ভিত্তিহীন।
আরও পড়ুন: অনন্ত জলিলের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইরানি পরিচালকের
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দীর্ঘ এক পোস্টে অনন্ত জলিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ইরানি পরিচালক। ইন্সটাগ্রামে তিনি অভিযোগ করেন, গত চার বছর ধরে নিজের অংশের টাকা ফেরত দিতে অনেক অনুরোধ সত্ত্বেও তা ফেরত দেননি জলিল। এমনকি কোনো যোগাযোগও করেননি। এখন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে মামলা করবো।