আমিরের ছবির প্রশংসা করায় বিপাকে হৃত্বিক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১০:২২ এএম

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন
বলিউড অভিনেতা আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রশংসা করায় বিপাকে পড়েছেন বলিউডের আরেক অভিনেতা হৃত্বিক রোশন। টুইটারে ছবিটির প্রশংসা করার পর থেকে নেটিজেনদের সমালোচনার মুখে তিনি।
ভারতের হিন্দু সমাজের বয়কটের দাবির মুখে ছবিটির শো বন্ধ করে দেয়া হচ্ছে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে। এর মধ্যেই মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ‘লাল সিং চাড্ডা’ দেখেন হৃতিক রোশন। প্রেক্ষাগৃহের বাইরেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন অভিনেতা। এর জেরেই এবার বয়কট গ্যাঙের নিশানায় রয়েছেন এই অভিনেতা। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার সিনেমা ‘বিক্রম বেদ’ বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। খবর এনডিটিভির।
টুইটারে হৃত্বিক লিখেছেন, সবেমাত্র লাল সিং চাড্ডা দেখলাম। হৃদয়ছোঁয়া একটি সিনেমা। ভালো ও খারাপ একপাশে রেখে সিনেমাটি অনবদ্য। অসাধারণ এ সিনেমা মিস কোরো না। এখনই যান এবং দেখে আসুন। খুবই সুন্দর সিনেমা।
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে হ্যাশট্যাগ বয়কটবিক্রমবেদ।