সুশান্তকে নেশার জগতে আনেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০১:৩১ পিএম

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ফাইল ছবি

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী একাধিকবার গাঁজা কিনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে দিতেন। এমন চাঞ্চল্যকর দাবি করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
গত মাসে মুম্বাইয়ের বিশেষ আদালতে জমা দেয়া খসড়া প্রতিবেদনে এই দাবি করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
ওই খসড়া প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত একে অপরের সঙ্গে অথবা গ্রুপে তারা যোগাযোগ রেখেছিলেন। এ সময় গাঁজা সংগ্রহ, বণ্টন ও বিক্রি করা হতো বলিউডের হাই প্রোফাইল পার্টিতে।
আরও বলা হয়ম অভিযুক্ত রিয়া চক্রবর্তী মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং নিজেও মাদক সেবন করতেন। কোনো ধরনের নিবন্ধন কিংবা অনুমোদন ছাড়াই মাদক নিতেন তিনি। এই অভিযোগ এনডিপিএস অ্যাক্টের ২৭, ২৭ (এ), ২৮, ২৯ ধারা অনুযায়ী আদালতে উত্থাপন করা হয়েছে।
মাদক চোরাচালানকারীদের সঙ্গে শুধু রিয়া একাই জড়িত নন, তার ভাই সৌভিকও এতে জড়িত রয়েছেন বলে দাবি করছেন গোয়েন্দারা। সৌভিকও এসব মাদক সেবন করতেন এবং সুশান্তের হাতে তুলে দিতেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন নিজ বাসভবন বান্দ্রায় ঝুলন্ত অবস্থায় বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়।