হলিউডের নায়িকাকে জড়িয়ে ধরবেন না অনন্ত জলিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২২, ১১:৫৯ এএম

অনন্ত জলিল

হলিউড ছবিতে প্রায়শই নায়ক-নায়িকার রোমান্স, চুম্বন ও আলিঙ্গনের দৃশ্য দেখা যায়। সেই হলিউডের ছবিতেই সম্প্রতি কাজ করার ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হয়েছেন অভিনেতা অনন্ত জলিল। সেখানে কাজ করবেন তিনি। তার জন্য কিছু শর্ত আছে তার। এর মধ্যে একটি হলো ছবির শুটিংয়ে নায়িকাকে জড়িয়ে ধরতে পারবেন না।
ঢাকাই সিনেমার এই পরিচালক আরও শর্ত দিয়েছেন, স্ত্রী বরষা ছাড়া কোনো নায়িকার সঙ্গেই রোম্যান্স করতে পারবেন না তিনি।
সাক্ষাৎকারে অনন্ত জলিলকে প্রশ্ন করা হয়, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। যদি আপনি হলিউড মুভি করাটাকে সম্ভব করে ফেলেন; সেক্ষেত্রে আপনি কাকে নেবেন নায়িকা হিসেবে? অ্যাঞ্জেলিনা জোলি?
সেই প্রশ্নের উত্তরে অনন্ত বলেন, অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার নয়; সারা পৃথিবীর পছন্দের নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। যদি গল্প ওই ধরনের হয়। নায়িকাকে বুকে জড়িয়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ওই ধরনের ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করবো।