×

বিনোদন

স্পেনে দারুণ সময় কাটাচ্ছেন বাঁধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ১২:৪৪ পিএম

স্পেনে দারুণ সময় কাটাচ্ছেন বাঁধন
স্পেনে দারুণ সময় কাটাচ্ছেন বাঁধন
স্পেনে দারুণ সময় কাটাচ্ছেন বাঁধন

স্পেনে চলচ্চিত্র উৎসব শেষে বিভিন্ন জায়গা ঘুরে দারুণ সময় কাটাচ্ছেন আজমেরী হক বাঁধন। ছবি: ফেসবুক থেকে

স্পেনে দারুণ সময় কাটাচ্ছেন বাঁধন
   

সম্প্রতি স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ প্রদর্শিত হয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত আলোচিত সিনেমা 'রেহানা মরিয়ম নূর'। এই ছবিটি দিয়ে স্পেনের এ উৎসবে তিনি জিতে নিয়েছেন সেরা চলচ্চিত্র ও সেরা অভিনয়শিল্পীর পুরস্কার। পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

প্রতিক্রিয়া ব‍্যক্ত করে জানিয়েছেন, 'আসলে অনুভূতিটা ভীষণ আলাদা এ জন্য, এখানে আমি একা একটা বাংলাদেশি মেয়ে এসেছি। এখানকার সংস্কৃতি ও ভাষা একদমই আলাদা। বুঝতেও অসুবিধা হচ্ছিল। উৎসবের পরিচালক আমাকে একটা সময় জানিয়েছেন, আমাদের সিনেমা দুটো পুরস্কার পেয়েছে- সেরা ছবি ও সেরা অভিনেত্রীর। সিনেমা দেখে ওরা মুগ্ধ। উৎসবে যখনই আমার কারও সঙ্গে দেখা হয়, জুরি মেম্বার ও দর্শক সবাই আমাকে রেহানা বলে ডাকেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন বাঁধন, ইনিই রেহানা, বাংলাদেশ থেকে এসেছেন- তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে, রেহানা বলে সবাই জড়িয়ে ধরেন।'

এদিকে, উৎসব শেষে স্পেনের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন বাঁধন। ওখানকার বন্ধুদের সঙ্গে দিচ্ছেন আড্ডা।

বাঁধন বললেন, 'কদিন ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত ছিলাম। রবিবার একটু ঘুরতে বের হয়েছিলাম। এখানকার শহরগুলো অনেক ইন্টারেস্টিং। হেঁটে হেঁটে অনেক জায়গায় যাওয়া যায়। তবে এখানে আসার প্রথম দিনই উৎসবের পরিচালক কার্লোস যে জায়গায় আমার হোটেল ও উৎসব ভেন্যুর আশপাশ এক থেকে দেড় ঘণ্টার দূরত্বে ঘুরে দেখিয়েছেন। নিজেও আশপাশে অনেক কিছু নিজের মতো ঘুরে দেখেছি। খাওয়াদাওয়া তো ভীষণ মজা। ফেরার কথা ছিল ৩ জুলাই। কিন্তু উৎসব কর্তৃপক্ষ আমন্ত্রণে সময়টা বাড়াতে হয়েছে। সবকিছু ঠিক থাকলে ৬ জুন ফিরব।'

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App