‘সারেগামাপা’ থেকে একসঙ্গে বাদ সব খুদে, কেন এই সিদ্ধান্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২২, ১২:০৫ পিএম

জি-বাংলার জনপ্রিয় গানের প্ল্যাটফর্ম ‘সারেগামাপা’ অনুষ্ঠানে সোমবার খুদে শিল্পীদের বাদ দেয়া হয়। ছবি: ভোরের কাগজ

‘সা রে গা মা পা’ অনুষ্ঠানের মঞ্চে শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রেখেছে খুদে সঙ্গীতশিল্পীরা। তাদের গায়কীতে বিচারক থেকে দর্শক, সবাই এক কথাতেই মুগ্ধ। তবে এবার বিচারকদের সঙ্গে পরামর্শ করে এসব শিশুশিল্পীর জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী।
মূল প্রতিযোগিতা থেকে খুদে গায়ক-গায়িকাদের বাদ রাখার সিদ্ধান্ত নেন বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পী। তার যুক্তি, এত অল্প বয়সেই শুধুমাত্র প্রতিযোগিতায় মনোনিবেশ করলে এই শিশুদের ক্ষতি হতে পারে। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, স্কুলের পড়াশোনা ও বিভিন্ন চাপের মধ্যে দিয়ে ওদের বড় হতে হয়। আমার অভিজ্ঞতা থেকে মনে হয়, পড়াশোনা থেকে পৃথক করে ওদের এই প্রতিযোগিতায় রাখা আমাদের পক্ষে খুব একটা উপযুক্ত কাজ হবে না। খবর হিন্দুস্তান টাইমসের।
ভিডিও দেখুন: ‘সারেগামাপা’ থেকে একসঙ্গে সব খুদে বাদএই অনুষ্ঠানের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থাকবে খুদে শিল্পীরা। মাঝেমধ্যেই মঞ্চে এসে তারা গান শোনাবে। কিন্তু পণ্ডিত অজয় চক্রবর্তীর মতে, শিশুদের এখনই এই দৌঁড়ে শামিল করলে তাদের বেড়ে ওঠায় নানান বিরূপ প্রভাব পড়তে পারে। এ বিষয়ে তাদের অভিভাবকদেরও মত নেন তিনি। তার সঙ্গে সবাই একমত হয়েছেন।