বিচ্ছেদ ভুলে ফের একসঙ্গে পথ চলবেন ধানুষ ও ঐশ্বর্য!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১১:৪২ এএম

ধনুষ ও ঐশ্বর্য



ধনুষ ও ঐশ্বর্য
সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা করেছেন দক্ষিণী সুপারস্টার ধানুষ ও ঐশ্বর্য। তাদের বিচ্ছেদের খবরে ভক্ত-অনুরাগীরা ভেঙে পড়েছে। তবে শুধু ভক্ত-অনুরাগীরাই নয়, এ খবরে রজনীকান্তও চিন্তিত হয়েছেন। এমনকি ধানুষের বাবা তাদের এ বিচ্ছেদের খবরকে নাকচ করে বলেছেন, এটা পারিবারিক অশান্তি ছাড়া আর কিছু নয়।
রবিবার পরিচালক সেলভারাঘাবনের তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ঐশ্বর্য। সেলভারাঘাবন হলেন ধানুষের বড় দাদা। এদিন তার সঙ্গে একটি ছবি শেয়ার করে ঐশ্বর্য লেখেন, আমার বন্ধু, গুরু, ফাদার ফিগারকে জন্মদিনের শুভেচ্ছা। ঐশ্বর্যের সেই শুভেচ্ছা নিজের অ্যাকাউন্টে শেয়ার করে তার উদ্দেশ্য ধনুষের দাদা লেখেন, ধন্যবাদ। এমনকি ঐশ্বর্যকে নিজের মেয়েও আখ্যা দেন তিনি। খবর জি-নিউজের।
ধানুষ ও ঐশ্বর্য বিচ্ছেদ ঘোষণার সময় জানান, এটি তাদের যৌথ সিদ্ধান্ত। তারা আলাদা হলেও দুই ছেলে যাত্রা ও লিঙ্গাকে একইসঙ্গে দেখভাল করবেন দুজনে। অপরদিকে তাদের এ বিচ্ছেদের ঘোষণায় বিব্রত হয়ে পড়েন রজনীকান্ত। তড়িঘড়ি মেয়ে ও জামাইয়ের সঙ্গে কথাও বলতে যান তিনি। কিন্তু রজনীকান্তকে এড়িয়ে যান ধানুষ। সেসময় বাড়িতে ছিলেন না তিনি।
একইসঙ্গে ধানুষের বাবা বলেন, তারা আলাদা হতে চেয়েছেন। কিন্তু এখনও আইনি প্রক্রিয়া শুরু হয়নি। এটি আর পাঁচটা দাম্পত্য কলহের মতো। ছেলের সঙ্গে তিনি কথা বলবেন। এরপর হায়দরাবাদে হোটেলে একই রুমে তাদের থাকা নিয়েই আশায় বুক বেঁধেছিল অনুরাগীরা। সবাই চান বিচ্ছেদের সিদ্ধান্ত বদলে ফেলুক এই তারকা দম্পতি। আর পরবর্তী দিনগুলোতে তাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে সবাই।