মা হচ্ছেন মারিয়া নূর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭ এএম

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া নূর। উপস্থাপনার জগতে তার আলাদা এক ক্যারিশমা রয়েছে। নিজস্ব ধরন আর কণ্ঠশৈলীর অনুপম ব্যবহারের মাধ্যমে তিনি খুব শীঘ্রই দর্শকের নজরে আসেন।
চলচ্চিত্রে অভিনয় ও রেডিও জকি হিসেবে মিডিয়াতে কাজ শুরু করলেও টিভি উপস্থাপনায় নিজের অবস্থান শক্ত করে নেন। কিন্তু হঠাৎ করে সব ধরনের কাজ থেকে বিরতিতে যান তিনি। এর কারণ অবশেষে জানা গেছে।
বুধবার (৩ জানুয়ারি) মারিয়া নূর ভেরিফাইড ফেসবুক পেইজে বলেন, নতুন এক অ্যাডভেঞ্চার শুরু হওয়ার পথে। মা হওয়ার পথে এগিয়ে যাচ্ছি। খবরটি জানানোর পাশাপাশি স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রাখা একটি ছবি শেয়ার করেছেন। যেখানে মারিয়া নূরের সর্বশেষ ছবি দেখা গেছে।
সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর ২০১১ সালের ১৫ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এবার নতুন অতিথি আসছে।
বিরতিতে যাওয়ার আগে গত বছর মারিয়া ওয়েব ফিল্মে কাজ শুরু করেন। মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়ে মারিয়া শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে জানান দেন।