আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫-২৬ কমিটি ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

ছবি: সংগৃহীত
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) তে অত্যন্ত আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আইইউবিএটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫-২৬’ কমিটির হস্তান্তর অনুষ্ঠান। শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত মিলনমেলা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এটি কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ডিপার্টমেন্টের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রেজারার অধ্যাপক সেলিনা নারগিস, রেজিস্টারসহ অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি, ট্রেজারার, রেজিস্টারসহ অন্যান্য শিক্ষকমন্ডলী আইইউবিএটির জ্যেষ্ঠ অ্যালামনাই প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী নুরুজ্জামান ফারুকি, প্রকৌশলী জিয়াদ তানজিমের উপস্থিতিতে নব গঠিত কমিটির সভাপতি প্রকৌশলী নাফিস রহমান, সাধারন সম্পাদক প্রকৌশলী ইমরুল হাসান সানি ও প্রকৌশলী মো. জামাল মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সামিউল ইসলাম চৌধুরীর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী সাফিনা সিদ্দিকা সিল্কি ও প্রকৌশলী মো. শাহিদুল হাসান শাওন।
আরো পড়ুন: আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড পেল অ্যাবকা
আইইউবিএটির অনেক প্রকৌশলী বিশ্বের বিভিন্ন দেশে পড়াশুনা করছে ও চাকুরীতে কর্মরত আছেন, তাদের মধ্যে থেকে প্রকৌশলী জয়দাশ গুপ্ত যিনি অস্ট্রেলিয়ায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন এবং ভিডিও বার্তায় নতুন কমিটির জন্য শুভেচ্ছা জানান ও তার কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।
উল্লেখ্য, আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে যা সাবেক শিক্ষার্থীদের একত্রিত করবে এবং তাদের পেশাগত উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে কাজ করবে। নতুন কমিটির কার্যক্রমে ডিইইই বিভাগের সুনাম আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানের শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিরা দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানটি সবার জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।